নওগাঁ জেলা প্রতিনিধি মাহমুদুন্নবীঃনওগাঁয় পৃথক পৃথক অভিযানে চুরি হওয়া ৪টি মটর সাইকেল ও ছিনতাই হওয়া ট্রাক মালামাল সহ ছিনতাই য়ে জড়িতদের আটক করেছে। পুলিশ সুপার মোঃ ইকবাল হোসন এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক, রাকিবুল আক্তার লিমন রায় এর দিক নির্দেশনায় নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাই, পুলিশ পরিদর্শক মোঃ আনোয়ার হোসেন( তদন্ত) পুলিশ পরিদর্শক মুঃ ফাসাল বিন আহসান, এসআই আব্দুল আনাম, খায়রুল, নাজমুল, সমর, সোহায়বুর, আজাহার, এএসআই আহসান হাবি্ব, এরশাদ, আমিনুল সঙ্গীয় র্ফোসসহ এসব উদ্ধার করেন
Discussion about this post