বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী(ক.) এর করুণাধন্য হযরত মীর মোহাম্মদ অলি উল্লাহ মাইজভাণ্ডারী(রহ.)এর ১ম বার্ষিক ওরশ শরীফ মহাণ ১৬ আশ্বিন ১ অক্টোবর মহাসমারোহে ফটিকছড়ির উপজেলার নানুপুর ইউনিয়নের মীরবাড়ি রওজা শরীফ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। ওরশ শরীফ উপলক্ষে রওজা শরীফ গোসল,গিলাফ ছড়ানো,কোরআন খতম,খতমে গাউছিয়া শরীফ,মিলাদ শরীফ,সেমা মাহফিল,তাবরুক বিতরণসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। ওরশ শরীফে তশরীফ আনেন মাইজভাণ্ডার দরবার শরীফ গাউছিয়া হক মনজিলের সাজ্জাদানশীন রাহাবারে আলম আলহাজ্ব হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী(ম.জি.আ.),এতে আরো উপস্থিত ছিলেন,ফরহাদাবাদ দরবার শরীফের সাজ্জাদানশীন মওলানা সৈয়দ মোজাম্মেল হক শাহ,ধলই আমিনুল হক পানি শাহ দরবার শরীফের সাজ্জাদানশীন মোহাম্মদ ইলিয়াছ জাবেদ বাশিঁ,মির্জাপুর দরবার শরীফের শাহাজাদা সৈয়দ মোহাম্মদ শাহাদাত হোসেন,গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রিয় পর্ষদের সদস্য মোহাম্মদ সাহেদ আলী চৌধুরী,গাউছিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি শাখার সভাপতি হাফেজ আবুল কাশেম,মোহাম্মদ নাছির,সাংবাদিক ডাঃ বরুণ কুমার আচার্য বলাই। অন্যান্যদের মধ্যে হাজী মোহাম্মদ ইউছুপ,বটন কুমার দে,মোহাম্মদ ইউনুচ,মোহাম্মদ আবুল কালাম,সৈয়দ মোহাম্মদ আব্দুল মন্নান,সৈয়দ মোমিন উল্লাহ রাশেদ,মোহাম্মদ রেজাউল করিম রিটন,মোহাম্মদ আজগর আলী প্রমুখ। ওরশ শরীফে আগত সকলের প্রতি এন্তেজামিয়া কমিটির পক্ষে কৃতজ্ঞতা জানিয়েছেন এন্তেজামিয়া কমিটির সভাপতি ও চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দ মোহাম্মদ বাকের।
Discussion about this post