মোঃ আমজাদ হোসেন রতন, নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ
নাগরপুরে পারিবারিক দ্বন্দের জেরে সন্ত্রাসী কায়দায় হত্যার চেষ্টা
নাগরপুরে পারিবারিক দ্বন্দের জেরে প্রতিহিংসা ও অন্যায়ের প্রতিবাদ করায় মোঃ ইয়ারব হোসেন (৩০) নামের এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে বি এন পি-জামাত পন্থি কতিপয় লোক। গতকাল ০২/১০/১৮ ইং মঙ্গলবার অনুমান রাত ৮.৪৫ মিনিটে উপজেলার ধুবড়িয়া কাঁচপাই রাস্তায় মোঃ সাঈদ দেওয়ানের বাড়ীর পাশে এ ঘটনা ঘটেছে । ইয়াবর টাঙ্গাইল জেলা ছাত্রলীগের অন্যতম সদস্য।এলাকাবাসী জানান, গতকাল মঙ্গলবার রাত আনুমানিক ৮.৪৫ মিনিটে একদল সন্ত্রাসী দেশীয় অস্র নিয়ে মোঃ ইয়ারব হোসেনের উপর অতর্কিত হামলা চালায়। তার মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্র দিয়ে আঘাত করে। সন্ত্রাসীদের আঘাতে মোঃ ইয়ারব হোসেন চিৎকার চেচামেচি করলে এলাকার লোকজন ছুটে এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করে নাগরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেবার পর তাকে সিটি স্কেনিং সহ উন্নত চিকিৎসা করার পরামর্শ প্রদান করেন। তার মাথায় ৭টি সেলাই দেওয়া হয়েছে বলে জানা যায়। কথিত আসামী মোঃ নবী নূর মিয়া জানান এ বিষয়ে কিছুই জানে না তিনি আরও বলেন, আমি ঢাকায় অবস্থান করি। গতকালই আমি পারিবারিক কাজে নিজ বাড়ীতে আসি। লোকমুখে ইয়ারব হোসেনের আহত হবার খবর জানতে পেরেছি। তার সাথে আমার কোন পারিবারিক বা ব্যাক্তিগত শত্রূতা নাই। সামাজিকভাবে তার সাথে মতানৈক্য রয়েছে।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও সি) মাইন উদ্দিন জানান, ঘটনা জানতে পেরে ঘটনা স্থল পরিদর্শন করেছি। থানায় মামলার প্রস্তুতি চলছে। শীঘ্রই এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Discussion about this post