মোঃ তাজুল ইসলাম মিয়াজী:
ওমান প্রতিনিধিঃ
জানা যায় ১১,১২,১৩,১৪ অক্টোবর ২০১৮, ওমান আবার ও সুনামি শক্তিশালি ঘুর্নি ঝড়ের আশংকা রয়েছে বলে জানান ওমান আবহাওয়া অফিস,
এত ওমানে সবাই কে সর্তক থাকার আহ্বান জানিয়েছে, ওমান আবহাওয়া অফিস।
জানা যায় শক্তিশালি সুনামি শ্রীলংকা ও ওমান হয়ে পাকিস্তানের দিগে আক্রমণে আশংকা রয়েছে বলে জানা যায়।
এতে জানা যায়, ৬,৭, অক্টোবর শনিবার, ও রবিবার, ঝোড় হাওয়া ও হালকা বৃষ্টি হবার আশংকা রয়েছে।
আবহাওয়া অফিস জানান, এই সুনামি ঘুর্ণি ঝড়ে বড় দরনের ক্ষতি আশংকা রয়েছে, তাই সবাইকে সাবধান অবতার অবলম্বন করা ও সর্তকতা থাকার আহবান জানিয়েছে, আবহাওয়া অফিস।
Discussion about this post