মোঃ আমজাদ হোসেন রতন, নাগরপুর(টাঙ্গাইল) প্রতিনিধি।আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-৬ (নাগরপুর, দেলদুয়ার) আসনে আ’লীগের হেভিওয়েট প্রার্থীদের ব্যাপক গনসংযোগ চলছে, অন্যদিকে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নেই কোন সাড়াশব্দ। বর্তমানে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী হেভীওয়েট প্রার্থীদের অন্যতম হলেন টাঙ্গাইল জেলা আ’লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক জনাব আহসানুল ইসলাম টিটু। তিনি ২০০৮ সালে নৌকার মনোনয়ন পেয়েছিলেন।বর্তমানে টিটু নাগরপুর ও দেলদুয়ারের প্রতিটি গ্রামে উঠান বৈঠক, ও কেন্দ্র ভিত্তিক সমাবেশ এবং নেতাকর্মীদের সাথে গনসংযোগে ব্যস্ত সময় পাড় করছেন। তিনি সাংবাদিকদের জানান, আগামী নির্বাচনে মনোনয়ন পেলে নাগরপুর দেলদুয়ারবাসীর শিক্ষা , চিকিৎসা, কর্ম সংস্থান সহ সার্বিক উন্নয়নে কাজ করবেন।বর্তমান সংসদ সদস্য খন্দকার আব্দুল বাতেন পুনরায় মনোনয়ন পাওয়ার জন্য সভা সমাবেশ করছেন।তিনি সাংবাদিকদের জানান, গত নয় বছরে তিনি নাগরপুর দেলদুয়ারে রাস্তাঘাট, স্কুল কলেজ ভবন নির্মান, বিদ্যুৎ সংযোগ, এলাসিন শামসুল হক সেতু, কেদারপুর শেখ হাসিনা সেতু, নাগরপুর থানা কমপ্লেক্স, উপজেলা ভবন, ফায়ার সার্ভিস ভবন নির্মানসহ নানাবিধ উন্নয়মূলক কাজ সম্পাদন করেছেন। তাই এবারের নির্বাচনেও তিনি মনোনয়ন পাওয়ার অন্যতম দাবিদার।এদিকে টাঙ্গাইল -৬ আসনের আ’লীগের অপর হেভিওয়েট প্রার্থী হলেন বর্তমান সরকারের তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনিও মনোনয়ন পাওয়ার জন্য গনসংযোগে ব্যস্ত সময় অতিবাহিত করছেন। তিনি সাংবাদিকদের জানান, নাগরপুর ও দেলদুয়ারবাসীর সার্বিক উন্নয়নের জন্য নৌকার নমিনেশন চাইবেন। মনোনয়ন দৌড়ে পিছিয়ে নেই আরেক প্রার্থী আ’লীগ নেতা তারেক শামস খান হিমু। তিনিও সভা সমাবেশ ও গনসংযোগ করছেন। তিনি সাংবাদিকদের জানান, নাগরপুর দেলদুয়ার জনগনের সামগ্রিক কল্যানের জন্য নৌকার মাঝি হতে চান। আ’লীগের সম্ভাব্য প্রার্থী এটিএম আনিসুর রহমান বুলবুল ও মনোনয়ন দৌড়ে পিছিয়ে নেই।তিনি সাংবাদিকদের বলেন, দলের জন্য কাজ করছি এবং নাগরপুর দেলদুয়ারের জনগনের পক্ষে কাজ করার জন্য নৌকার নমিনেশন চাইবেন।
আ’লীগের আরেক হেভিওয়েট প্রার্থী হল নাগরপুর উপজেলা আ’লীগের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম উইলিয়াম। তিনিও মনোনয়ন পাবার জন্য নেতাকর্মী ও তৃণমূল জনগনের সাথে মত বিনিময় করছেন। জনাব উইলিয়াম সাংবাদিকদের জানান, শিক্ষা, বেকার সমস্যার সমাধান সহ নাগরপুর ও দেলদুয়ারের জনগনের ভাগ্যের পরিবর্তনের জন্য নৌকার মনোনয়ন চাইবেন। অপরদিকে টাঙ্গাইল-৬ আসনের বিএনপির সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী হেভিওয়েট প্রার্থী সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী এডভোকেট গৌতম চক্রবর্তী । তিনি ১৯৯৬ ,২০০১ সালে পর পর দুবার বিএনপি থেকে এম.পি নির্বাচিত হয়েছিলেন।তিনি সাংবাদিকদের জানান, গত দুই মেয়াদে রাস্তাঘাট নির্মাণ, স্কুল মাদ্রাসা এমপিও ভূক্তকরন সহ জনগনের পক্ষে কাজ করেছেন। এবারও দল তাকে মনোনয়ন দিবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বিএনপির অপর প্রার্থী নূর মোহাম্মদ খান টাঙ্গাইল-৬ আসন হতে মনোনয়ন চাইবেন।তিনি সাংবাদিকদের জানান, দলের জন্য কাজ করছি খালেদা জিয়ার আস্থা ভাজন হিসেবে দল তাকে মনোনয়ন দিবে। বিএনপির আরেক হেভিওয়েট প্রার্থী হলেন মোঃ রবিউল আউয়াল লাভলু। তিনি সাংবাদিকদের জানান, নাগরপুর দেলদুয়ারের জনগনের উন্নয়নের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাকে মনোনয়ন দিবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি প্রার্থীদের সভা সমাবেশ ও গনসংযোগে তেমন কোন সারাশব্দ নেই।এ বিষয়ে সম্ভাব্য প্রার্থীদের সাথে আলোচনা করে জানা যায়, আগামী নির্বাচনে বিএনপির অংশ গ্রহনের অন্যতম শর্ত হল বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন।