এম,এ, নাঈম চট্টগ্রাম: বোয়ালখালীতে গ্যাস সিলিন্ডারের আগুনে চার বসতঘর পুড়ে গেছে। শুক্রবার রাত আড়াইটার দিকে বোয়ালখালী উপজেলার চরণদ্বীপের সৈয়দ নগর গ্রামের বড়পুকুর পাড় এলাকায় এ দূর্ঘটনা ঘটেছে। বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. শামীমুজ্জামান জানান, গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে। ক্ষয়ক্ষতি বেশী হওয়ার আগে আমরা ঘটনাস্থলে পৌঁছি। আর প্রায় ১০লক্ষ টাকার সম্পদ উদ্ধার করতে পেরেছি। কিন্তু আমরা পৌঁছানোর আগে প্রায় কয়েক লক্ষ টাকার সম্পত্তির ক্ষতি হয়ে যায়। ঘটনাস্থলে এলাকাবাসী জানান, খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিস দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তা না হলে ক্ষতির পরিমাণ আরো বেড়ে যেত। এলাকাবাসী আরো জানান আগুনে মো. ইউনুছ মিয়া, ফরিদা বেগম, ইলিয়াছ ও চিকুন মিয়ার বসত ঘরের ক্ষয়ক্ষতি হয়েছে।