নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলার শ্যামনগরে জনপ্রিয় অনলাইন’ পত্রিকা সকলের আলো’র ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ২০ অক্টোবর শনিবার শ্যামনগর উপজেলার এম এম প্লাজার কনফারেন্স রুমে জাঁকজমকপূর্ণ পরিবেশে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উপজেলা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক, সকলের আলোর নির্বাহী সম্পাদক আব্দুল আলিমের ও উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতি রহমত আলীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০৮ সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এমপি। এস এম জগলুল হায়দার এমপি সকালের আলো পরিবার এর সার্বিক মঙ্গল কামনা করেন। তিনি তার বক্তেব্যের এক পর্যায়ে বলেন, আমি প্রতিহিংসার রাজনীতি পছন্দ করি না, কেউ আমার দিকে ঢিল ছুড়লে আমি তাকে ফুল দিয়ে বরণ করে নিব। এটাই আমার রাজনীতির দর্শন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন শ্যমনগর সদর ইউপি চেয়ারম্যান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল পি পি এ্যাড. জহুরুল হায়দার বাবু, বিষয়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাকির হোসেন, অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী। এছাড়াও উপস্থিত ছিলেন, নওয়াবেকী ডিগ্রি কলেজের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, নকিপুর এইচ সি সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডঃ আব্দুল মান্নান, নকিপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণনন্দ মুখার্জি, জোবেদ সোহরাব মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর সাত্তার, উপজেলা শ্রমিকলীগের সভাপতি এস এম কামরুল হায়দার নান্টু, কৃষক লীগের সভাপতি মনজুরুল ইলাহী, উপজেলা ছাত্রলীগের সভাপতি একরামুল হক লায়েস, সাধারণ সম্পাদক আব্দুল হাকিম সবুজ, সাংগঠনিক সম্পাদক শেখ সুজন, শ্যমনগর ফুটবল একাডেমীর সাধারন সম্পাদক রোকন উদ্দীন বাবু, কোচ আক্তার হোসেন, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু, যুগ্ম সাধারন সম্পাদক বিজয় মন্ডল, দপ্তর সম্পাদক মারুফ বিল্লাহ রুবেল, জনপ্রিয় অনলাইন সকলের আলোর বার্তা প্রধান ফারদিন ইয়াসিন সহ সকালের আলো পরিবারের বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের প্রতিনিধি, উপজেলা প্রেসক্লাবের এবং উপজেলা রিপোর্টার্স ক্লাবের কর্তব্যরত সাংবাদিকবৃন্দ। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ সবাইকে নিয়ে কেক কাটায় অংশ গ্রহন করেন।
Discussion about this post