এ. এইচ কামরুল (চুয়াডাঙ্গা) : চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মনোহরপুর উত্তর পাড়ার বয়ার গাড়ী নামক স্থানে স্যলোইঞ্জিন চালিত আলমসাধু ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আলমসাধুর একযাত্রী নিহত ও চালক আহত হয়েছে। নিহত ব্যক্তি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের নজরুলের ছেলে জুয়েল (৩০)। আহত ব্যক্তি ওই উপজেলার ডুগডুগি কলোনি পাড়ার আরমান আলীর ছেলে আলমসাধু চালক আব্দুল্লাহ (১৮)। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে জীবননগর উপজেলার মনোহরপুর উত্তরপাড়ার বয়ার গাড়ি নামক স্থানের সামনে জীবননগর-চুয়াডাঙ্গা মহা-সড়কে চুয়াডাঙ্গা থেকে জীবননগর অভিমুখে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস দর্শনা অভিমুখী স্যলোইঞ্জিন চালিত আলমসাধুর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আলমসাধুর ১ যাত্রী ঘটনা স্থলেই নিহত হয় ও আলমসাধু চালক আহত হয়। আহত চালককে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত জীবননগর হাসপাতালে ভর্তি করে। ঘাতক বাস সংঘর্ষের পরপরই ঘটনা স্থল থেকে দ্রুত পালিয়ে যায়। এব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোল্লা সেলিম জানান, জীবননগর মনোহরপুরে আলমসাধু বাস সংঘর্ষের খবর শোনা মাত্র একজন অফিসারকে ঘটনা স্থলে পাঠিয়েছি। অফিসার ঘটনা স্থলে পৌছে নিহত ব্যক্তির দেহ তল্লাশি করে নগদ ৫ হাজার ১৩৭ টাকাসহ লাশ উদ্ধার করেছেন। এব্যপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।