রামিম দেওয়ান নওগাঁ প্রতিবেদকঃঅভিযান অব্যহত রাখার ঘোষনা পুলিশের,আব্দুল হাই নওগাঁ সদর থানার অফিস্যার ইনচার্জ হিসেবে যোগদান করার পর থেকে নওগাঁয় অপরাধ দমনে কঠোর ব্যাবস্থা গ্রহন করেন।সূত্র জানায় এরই ধারাবাহিকতায় তিনি যোগদান করার পর হতে অদ্যবদী ২৩৭টি মাদক মামলা যার মধ্য ১৬ কেজি ৫৬০ গ্রাম গাজা ,হেরোইন ৭৪৯ গ্রাম,ইয়াবা ৩১৭১ পিচ, অ্যামপল ২৮৭ পিচ, দেশি মদ ১০৮ লিটার যার আনুমানিক মূল্য ৩৩,৩০৪৬০ (তেত্রিস লক্ষ ৩০ হাজার ৪৬০ টাকা)।এছাড়া ও জি,আর এবং সি আর সাজা পরোয়ানা ভূক্ত আসামী সহ ৯৭৪ জন ব্যাক্তি গ্রেপ্তার।১০০৫ টি মটর সাইকেল মটরজান আইনি মামলা ও বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা। ডাকাতি মামলায় পাঁচজন আন্তজেলা ডাকাত দলের সদস্য গ্রেপ্তার সহ একটি ট্রাক ও ১০০ একশত বস্তা মুরগির ফিড খাদ্য উদ্ধার। ২দুইটি দেশি রিভালভার তিন রাউন্ড গুলি ও ৩ তিনজন আসামী গ্রেপ্তার। চুরি যাওয়া মটর সাইকেল উদ্ধার সহ চোর চক্রের ১৫ সদস্য গ্রেপ্তার ও ৪টি মটর সাইকেল উদ্ধার এবং পর্নগ্রাফি আইনে শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের ৬ নারী ৭ পূরুষ গ্রেপ্তার ও মাদক সহ ৩৯১টি মামলা রুজু করা হয়।এছাড়া ও তিনি নওগাঁ সদর থানা কে ঘুষ মুক্ত ঘোষনা করার পাশাপাশি সাধারণ মানুষের থানায় ওসি সাহেবের সাথে সরাসরী যোগাযোগের ব্যাবস্থা করেন।সূত্র জানায় সর্ব ক্ষেতে সফলতা শতভাগ কখনোয় সম্ভব নয় কিন্তু নওগাঁ সদর থানার অফিস্যার ইনচার্জ আব্দুল হাইয়ের এমন যুগান্তকারী উদ্যোগ ও পাঁচ ওয়াক্ত সালাত আদায় এবং লক্ষনীয় যে তার ফেসবুকওয়ালে আল কুরআনের বিশেষ বিশেষ আয়াত প্রকাশ লক্ষ্য করা যায়। এ কারন সার্বিক গুন বিবেচনায় সমাজের সকল মহলে একজন সৎ পুলিশ কর্মকর্তা হিসিবে প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসিত হয়।এবং সাধারন মধ্যবিত্ত, নিন্মবিত্ত মানুষের আশা আস্থার প্রতিকে পরিনত হোন তিনি।সাধারণ মানুষ ও জন প্রতিনিধি গন মনে করেন যদি এমন অবস্থা ধারাবাহিক বজায় থাকে তবে নওগাঁ সদর মডেল থানা সারা বাংলাদেশে অনুসরনীয় হয়ে উঠবে।এবং ধারাবাহিক সফলতার কারণ ইতিমধ্যই তিনি পুলিশের মাসিক কল্যান নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপার ইকবাল হোসেনের হাত থেকে জেলার শ্রেষ্ট অফিস্যার ইনচার্জ খেতাবে ভূষিত হোন। এবং সোমবার রাত থেকে নিয়ে মঙ্গলবার দুপুর পর্যন্ত নওগাঁ সদর থানা পুলিশের বিশেষ অভিযানে সদরের বিভিন্ন স্থান হতে অভিযান চালিয়ে ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়। এরমধ্যে ওয়ারেন্ট ভূক্ত ১১ জন, জিআর, সিআর, ভূক্ত ৬ জন, মাদক মামলায় ৫ জন, ডাকাতি মামলায় ৫জন, ৩৪ধারায় ৩জন এবং জুয়া খেলায় জড়িত থাকার অভিযোগে ১৩জন সহ সর্বমোট ৪৩জনকে আটক করা হয়। এবং সারা জেলায় নওগাঁ জেলা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আসামী সহ ৮৭জনকে আটক করা হয়েছে। এদিকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলায় ২ জনকে আটক করা হয়। অভিযানে আসামিদের নিকট থেকে ২০পিছ ইয়াবা ট্যাবলেট, ১১৫লিটার চোলাই মদ, ১কেজি ২৭৫গ্রাম গাঁজা, ২৩গ্রাম হিরোইনসহ এবং এক ট্রাঙ্ক বিভিন্ন ব্রান্ডের তাস উদ্ধার করা হয়। এব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রকিবুল আক্তার জানান, জেলা পুলিশের বিশেষ অভিযানে এ পর্যন্ত বিভিন্ন উপজেলা হতে মাদকদ্রব্য উদ্ধার সহ বিভিন্ন মামলায় মোট ৮৭ জনকে আটক করা হয়েছে।এবং এ সময় তিনি জেলা পুলিশের অভিযান অব্যহত রাখার ঘোষনা করেন।