৭১বাংলাদেশ ডেস্কঃভারতে পাচারের সময় বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ১০ পিচ (এক কেজি ২শ‘ গ্রাম) স্বর্নের বারসহ মনিরুল ইসলাম নামে এক স্বর্ন চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। আটক মনিরুল ইসলাম পুটখালী গ্রামের সাবুর আলীর ছেলে।২১ বিজিবি কমান্ডিং অফিসার লেঃ কর্নেল তারিকুল হাকিম জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, এক স্বর্ন চোরাকারবারী ভারতে পাচারের জন্য স্বর্নের চালান নিয়ে পুটখালী সীমান্তের দিকে যাচ্ছে।
এ ধরনের সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে বিজিবি সদস্যরা পুটখালী বটতলা নামক স্থান থেকে মনিরুল ইসলামকে আটক করে বিজিবি ক্যাম্পে নিয়ে আসে। মনিরুল এ সময় মাঠে যাওয়ার ছদ্মবেশে মাজায় গামছা ও গায়ে গেঞ্জি ও হাতে কাস্তে নিয়ে বাইসাইকেল চালিয়ে যাচ্ছিল। পরে তার দেহ তল্লাশি করে ১০ পিচ স্বর্নের বার জব্দ করা হয়।
যার বাজার মুল্য আনুমানিক ৫০ লাখ টাকা। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।বেনাপোল পোর্ট থানার এস আই সুজিত ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটক মনিরুলকে জিজ্ঞাসাবাদ শেষে শনিবার সকালে যশোর আদালতে সোপর্দ করা হবে।
Discussion about this post