৭১ বাংলাদেশ ডেস্কঃ বন্দর নগরী চট্টগ্রাম এর হালিশহর থানাধীন ছোটপুল ইসলামিয়া ব্রিক ফিল্ড এলাকার একটি নালায় বস্তা বন্দি এক তরুনীর গলাকাটা লাশ উদ্ধার করে হালিশহর থানা পুলিশ। সরজমিনে গিয়ে এলাকাবাসীর কাছ থেকে জানা যায় সন্ধ্যাবেলা বাচ্চারা রাস্তা দিয়ে যাওয়ার সময় নালায় একটি রক্তাক্ত বস্তা দেখতে পেয়ে বড়দের জানালে এলাকাবাসী জড়ো হয়ে থানায় খবর পাঠালে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। এই ব্যাপারে জানতে চাইলে হালিশহর থানার ওসি এস এম ওবায়েদুল হক বলেন ‘এলাকাবাসীর দেওয়া খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করি, লাশটির শরীর পাওয়া গেলেও মাথা পাওয়া যায়নি, যার ফলে এখনো লাশ সনাক্ত করা সম্ভব হয় নি। প্রাথমিক ভাবে ধারনা করা যাচ্ছে যে, আনুমানিক ২৫ বছর বয়সী এই তরুনীকে গলাকেটে হত্যার পর বস্তা বন্দি করে সকলের দৃস্টির অগোচরে ভোরের আগেই দুস্কৃতিকারীরা নালায় ফেলে দিয়ে চলে যায়। ” হত্যাকারী অত্যান্ত ঠান্ডা মাথায় এই হত্যাকান্ড ঘটিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন বলে তিনি মনে করেন। ধর্ষণ করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন “আশংকা করা যাচ্ছে, তবে পোস্টমর্টেম এর পর তা সঠিকভাবে বলা যাবে।
Discussion about this post