কুতুব উদ্দিন রাজুঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ২০১৮-১৯ সেশনের ভর্তি পরিক্ষার্থীদের স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে চবি ছাত্রলীগের একাংশ।সেই সাথে সারা দেশ থেকে আগত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মাঝে দেশরত্ন শেখ হাসিনা ও চট্টলরত্ন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধূরীর পক্ষ থেকে সালাম জানিয়ে তাদের মাঝে জননেত্রী শেখ হাসিনার শিক্ষাসহ যাবতীয় উন্নয়নচিত্র তুলে ধরে নৌকার প্রচার পত্র ও ভোট প্রার্থনা করে,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সিএফসি গ্রুপের নেতা-কর্মীরা।ছাত্রলীগ নেতা-কর্মীরা রাস্তা,স্টেশন থেকে খোজে খোজে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের এনে জায়গা করে দিচ্ছে হলে নিজের নামে বরাদ্দকৃত রুম,টিভিরুম,গেস্টরুম,রিডিং রুম,গেমস রুমে।নিজেদের চাদর,কাঁথা,বালিশ সহ নিজ টাকায় কিনে কারপেট ও পলিথিন বিছিয়ে দিয়ে জায়গা করে দিচ্ছে আগত পরিক্ষার্থীদের। এসময় উপস্থিত ছিলেন চবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জামান নুর, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, উপ আপ্যায়ন বিষয়ক সম্পাদক সায়ন দাস গুপ্ত, উপ তথ্য ও গবেষণা সম্পাদক পিয়াস সরকার,মিঠুন পালিত , জাহিদুল হাসান, সাদাফ খান কনক সরকার সহ অসংখ্য নেতাকর্মী।
Discussion about this post