আবু নাঈম (বোয়ালখালী):চট্টগ্রাম জেলা বোয়ালখালী থানার ৬নং পোপাদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে হাওলা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ২৭ অক্টোবর বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা কমান্ড এর ডেপুটি কমান্ডার যুদ্ধকালীন প্লাটুন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতা মাহাবুবুল আলম চৌধুরীর স্মরণ সভা অনুষ্টিত হয়। এতে ৬ নং পোপাদিয়া ইউনিয়ন চেয়ারম্যান এস.এম. জসিম উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ এর সভাপতি জননেতা মোছলেম উদ্দিন আহমদ, প্রধান বক্তা চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সংসদ এর কমান্ডার মুহাম্মদ সাহাবুদ্দিন এতে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএলএফ কমান্ডার শ্রী রাজেন্দ্র প্রসাদ চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ এর শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক বোরহান উদ্দিন মুহম্মদ এমরান, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ এর ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শাহনেওয়াজ হায়দার শাহিন, বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি জনাব নুরুল আমিন চৌধুরী, বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক এস.এম. জহিরুল আলম জাহাঙ্গীর। প্রধান বক্তা জনাব মুহাম্মদ সাহাবুদ্দিন বক্তব্যে বলেন, বীর মুক্তিযোদ্ধা মরহুম মাহাবুবুল আলম চৌধুরী ছিলেন একজন দেশ প্রেমিক তিনি মুক্তিযুদ্ধের সময় দেশের স্বার্থে চট্টগ্রামের বিভিন্ন স্থানে যুদ্ধে অংশগ্রহণ করেন। তার এই আত্মত্যাগের স্মৃতি ধরে রাখার জন্য উক্ত বিদ্যালয়ে একটি ভিত্তি প্রস্তর স্থাপন করার আহবান জানান। প্রধান অতিথির বক্তব্যে জনাব মোছলেম উদ্দিন আহমদ বলেন,বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুল আলম অন্যান্য মুক্তিযোদ্ধাদের ন্যায় দেশের জন্য আত্মত্যাগ করেন। তাকে স্মরণ করা মানে বাংলাদেশকে স্মরণ করা। এই মুক্তিযোদ্ধাদের সম্মান এবং মর্যাদা দিয়ে আসছেন বর্তমান সরকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকা প্রতিকে ভোট দিয়ে বর্তমান সরকারের হাতকে শক্তিশালী করার আহবান জানান। এতে চট্টগ্রাম জেলা আওয়ামীলীগ, বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগ ও ১৪ দলের অন্যান্যরা বক্তব্য রাখেন।
Discussion about this post