ভোর ৬টা থেকে আট দফা দাবিতে পরিবহন শ্রমিকদের দুই দিনের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।যাত্রী নিয়ে সিএনজিচালিত একটি অটোরিকশা যাত্রাবাড়ীর কাজলা এলাকায় আসতেই পরিবহন শ্রমিকরা হামলে পড়লেন তাতে। যাত্রীদের টেনেহিঁচড়ে চালককে নামিয়ে চড়থাপ্পড় মারতে শুরু করলেন তাঁরা। অটোরিকশাটি উল্টে দিয়ে চাবি নিয়ে গেলেন এক শ্রমিক। চালক হাউমাউ করে কাঁদছেন। নেতাগোছের আরেকজন শ্রমিক এসে অটোরিকশার চালকের পিঠে হাত দিয়ে ধমক দিয়ে বললেন, ‘যা, সোজা গ্যারেজে চলে যা। দুই দিন রাস্তায় নামবি না।’ ‘এই ধর্মঘট কার জন্য? তোগো জন্যই তো, দুই দিন কষ্ট কর, আজীবন আরামে গাড়ি চালাবি,বলেন নেতা ও শ্রমিকরা।রোববার ভোর ৬টা থেকে আট দফা দাবিতে পরিবহন শ্রমিকদের দুই দিনের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।