রামিম দেওয়ান নওগাঁঃঅবশেষে পূজার ধর্ষক পঙ্কজের আত্মসমর্পণ। নওগাঁ দূর্গাপুরে এবার দূর্গাপূজায় নবমীর দিন বাকপ্রতিবন্ধী পূজা (১৩) কে জোর পূর্বক পাশের বাড়ীতে ডেকে নিয়ে হাত,পা,মূখ বেঁধে ধর্ষন করে একই গ্রামের পঙ্কজ(৪৫)। এই পর ঘটনা জানাজানির এক পর্যায়ে নওগাঁ সদর থানায় সংবাদ পৌছালে নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ অাব্দুল হাই এর নির্দেশে তাৎক্ষণিক পূজাকে উদ্ধার করে নওগাঁ সদর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এবং পূজার বাবা বাদি হয়ে নওগাঁ সদর থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন। এবং তথ্য সূত্রে জানাযায় এই ঘটনায় এলাকায় একটি প্রভাবশারী মহল সমাধানের নামে ঘটনা ধামাচাপা দেওয়া ও পূজার পরিবারকে চাপ প্রয়োগ করার খবর ছড়িয়ে পড়লে, এই পৈশাচিক ঘটনার প্রতিবাদ ও ধর্ষক পঙ্কজকে গ্রেপ্তারের দাবীতে ফুসে উঠে সারা নওগাঁর সাধারণ মানুষ সহ প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যম।এবং মানববন্ধন এর ডাক দেয় একাধিক সামাজিক সেচ্ছাসেবক সংগঠন। নড়েচরে বসে নওগাঁ প্রশাসন। আর এতেই গা ঢাকা দিয়ে আত্মগোপন করে ধর্ষক পঙ্কজ(৪৫)। অতঃপর নওগাঁ সদর থানা পুলিশ বিশেষ কৌশল ব্যবহার করলে আত্মসমর্পণ করতে বাধ্য হয় পাষন্ড পঙ্কজ(৪৫)। থানা সূত্রে জানাযায় রবিবার সকাল ৯টায় সে আত্মসমর্পণ করলে তাকে গ্রেপ্তার দেখিয়ে জেলা কারাগারে প্রেরন করা হয়। এদিকে ধর্ষক পঙ্কজ এর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়েছেন সাধারণ নওগাঁবাসি সহ নওগাঁর সকল স্তরের জনগন ও পূর্জার পরিবার।