মেহেদী হাসান অন্তর,নওগাঁ:নওগাঁয় ইনসি সিমেন্টের সৌজন্যে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ সদর আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক । বুধবার দুপুরে শহরের নওজোয়ান মাঠে ইনসি সিমেন্টের পরিবেশক ও নওগাঁ চেম্বার অফ কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল এর সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার এমপি, জেলা প্রশাসক মিজানুর রহমান, সরকারি বিএমসি মহিলা কলেজের অধ্যক্ষ হামিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রাশিদুল হক, সায়াম সিটি সিমেন্ট বাংলাদেশের ডিরেক্টর কমার্শিয়াল মি. স্টার জিং কাই জাও, নওগাঁ চেম্বার অফ কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান (টুনু), সায়াম সিটি সিমেন্ট বাংলাদেশের মহা-ব্যবস্থাপক সেলস্ এন্ড মার্কেটিং নাছিরুল আলম সুমন প্রমূখ । পরে নওগাঁ সদর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত,শতাধিক কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট এবং সনদপত্র প্রদান করা হয় ।