বোয়ালখালী প্রতিনিধি : প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিটা ক্ষণে সাহসিকতার পরিচয় দেন ছাত্রলীগের কর্মিরা এবারেও তার ব্যতিক্রম নেই। জামায়াতের নিবন্ধন বাতিল করার ঘোষণা দেয়ার সাথে সাথে গত মঙ্গলবার ৩০ অক্টোবর ২০১৮ ইং বেলা ৩ টার দিকে বোয়ালখালীর পোপাদিয়া ইউনিয়ন এর সৈয়দপুর গ্রামে ছাত্রলীগের কর্মিরা প্রকাশ্যে জামায়াত শিবিরের পোষ্টার ব্যানার ছিড়ে দেন। এবং ছাত্রলীগের কর্মিরা বলেন বাংলার মাটিতে একটি আদর্শ বাস্তবায়ন হবে, আর সেটা হল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ। স্থানীয়দের থেকে খবর নিয়ে জানা যায় যে, ছাত্রলীগ কর্মিরা বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম জহিরুল আলম জাহাঙ্গীর ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এস এম জসিম চেয়ারম্যানের অনুসারী। এলাকার স্থানীয় জনগণ বলেন, ছাত্ররা আগামী দিনের ভবিষ্যৎ। আগামীতে পোপাদিয়া ইউনিয়ন ছাত্রলীগের দায়িত্ব যদি এদের হাতে তুলে দেয়া হয় তাহলে আমাদের বিশ্বাস এরা পোপাদিয়া তে ছাত্ররাজনীতি কে কলঙ্কমুক্ত করে একটি সুন্দর পরিবেশ আমাদের উপহার দিবে।