মোঃ আমজাদ হোসেন রতন, নাগরপুর(টাঙ্গাইল) ব্যুরোঃআসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাংগাইল-৬ নাগরপুর-দেলদুয়ার, আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ আহসানুল ইসলাম টিটুর উদ্যোগে শনিবার ০৩ নভেম্বর, সকালে এক বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা শুরু হয়।সরকারের উন্নয়ন সংবলিত বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে প্রায় পাচ হাজার মোটর গাড়ির শোভাযাত্রাটি নির্বাচনী এলাকার নাগরপুর উপজেলার গয়হাটা গ্রাম হতে শুরু হয়ে ভাদ্রা, ধুবরিয়া হয়ে মামুদনগর, কেদারপুর, লাউহাটি, ফাজিলহাটি, দেলদুয়ার,পাথরাইল, আটিয়া, এলাসিন, ভাড়রা, সহবতপুর ঘুরে নাগরপুরের গয়হাটায় শেষ হয়েছে। শোভাযাত্রায় অংশ নেওয়া হাজার হাজার মানুষের শ্লোগানে মুখরিত হয়ে উঠে এই নির্বাচনী এলাকার আকাশ বাতাস। সকাল থেকে শুরু হওয়া শোভাযাত্রাটির নির্বাচনী এলাকার আটটি গুরুত্বপূর্ণ স্থানে পথসভা করেন। লাউহাটী ও দেলদুয়ারের সাধারন জনগন এবং হাটে আসা বাজারের বৃদ্ধা কয়েক জনে এ প্রতিবেদকে বলেন নাগরপুর-দেলদুয়ারের স্মরনকালের সবচেয়ে বড় এবং দেশ স্বাধীন হওয়ার এপর্যন্ত এত লোক ও গাড়ী তাদের চোখে পড়ে নাই। শোভাযাত্রা থেকে এই আসনে জনাব আহসানুল ইসলাম টিটুকে মনোনয়ন দেওয়ার দাবী তোলা হয়। শোভাযাত্রায় দুই উপজেলার আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ছাড়াও নাগরপুর প্রেস ইউনিটের সভাপতি, ও দৈনিক ৭১বাংলাদেশের ব্যুরো চীফ-টাঙ্গাইল মোঃ আমজাদ হোসেন রতন, সম্পাদক খালেদ মাহমুদ সুজন সহ অন্যন্য সাংবাদিক ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নিয়েছিলেন।
Discussion about this post