তপু রায়হান রাব্বী, ময়মনসিংহ-জেলা প্রতিনিধিঃ কুলসুম ও সোনিয়া ছাত্রী সড়ক দুর্ঘটনায় নিহত হওয়া ময়মনসিংহের নান্দাইল উপজেলা পাইলট বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী মোছাঃ সোনিয়া ও কুলসুম সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার বিচার দাবীতে ১০ই মার্চ শনিবার কয়েক’শ ছাত্রী ময়মনসিংহ-কিশোরগঞ্জ হাইওয়ে সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন করে ,ছাত্রী নিহতের ঘটনায় বিচার সহ ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য ক্ষতিপূরন দাবী করেন। এসময় হাইওয়ে সড়কের দু’পাশে রাস্তায় যান চলাচন বন্ধ হয়ে যায়। এসময় মানবন্ধনে সংহতি প্রকাশ করেন সাবেক পৌর মেয়র মোঃ আব্দুস সাত্তার ভূইঁয়া উজ্জল, প্রেসকাব সভাপতি মোঃ ফজলুল হক ভইঁয়া, সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক বাবুল, সাংবাদিক আলম ফরাজী প্রমুখ ।
Discussion about this post