জনতার কলাম-এম এম লালমিয়াঃসত্যিকার অর্থে যে বাংলাদেশকে ভালবাসতো সে হলো জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, আর তার মৃত্যুর পরে যে নিঃসার্থ ভাবে এই দেশকে দেশের মানুষগুলি কে মন থেকে সত্যিকার অর্থে ভালবাসে সে হলো জাতিরপিতার সুযোগ্য কন্যা দেশরত্ন বিশ্ব মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তাহার ভাল বাসায় নেই কোন স্বার্থ, নেই কোন লোভ,আল্লাহর অশেষ রহমতে আল্লাহ প্রধানমন্ত্রীকে বাঁচিয়ে রেখেছে এই দেশের মানুষের জন্য এই দেশের উন্নয়নের জন্য। আমি কমান্ডার এম এম লালমিয়ার মতে শেখ হাসিনার সাথে ও শেখ হাসিনার পরিবারের সাথে তুলনা করা যায় এমন পরিবার বর্তমানে বাংলাদেশ সহ সমগ্র বিশ্বে আর একটিও খুজে পাওয়া যাবেনা। এমন একটি পরিবারের হাতে এমন একটি মানুষের হাতে দেশ পরিচালনার দায়িত্ব থাকায় আমরা গর্বিত। আবারও সময় হয়েছে দেশের দায়িত্বভার এই মহান মানুষটির হাতে তুলে দেয়ার। তাই ডিসেম্বরের ৩০ তারিখ হবে সকলের প্রতিক একটাই প্রতিক নৌকা মার্কা।