মহাজোট নির্বাচনে এবার জাতীয় পার্টির প্রার্থী জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে নিয়ে দুটানায় পড়েছে আওয়ামী লীগ। গত দশম সংসদ নির্বাচনে চট্টগ্রামের কোতোয়ালি-৯ আসন থেকে নিজেদের রানিং এমপি নুরুল ইসলাম বিএসকে সরিয়ে জাপার বাবলুকে জায়গা করে দিতে হয়। এবার সেই বাবলুকে কোতোয়ালী আসন ছেড়ে দেয়ার বিষয়ে দুটানায় আছে আওয়ামী লীগ!
প্রাথমিকভাবে জাপার চাহিদামতে গতবারের ধারাবাহিকতায় কোতোয়ালীর বর্তমান এমপি জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে এবারো এ আসন ছাড়ার সিন্ধান্ত থাকলেও বিএনপি তথা জোট ঐক্যফ্রন্ট নির্বাচনে আসার কারণে সেই সিদ্ধান্ত নিয়ে চলছে হিসাব নিকাশ। কেননা, বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করার কথা রয়েছে মহানগর বিএনপির সভাপতি ডা.শাহাদাত হোসেন। তাঁর সঙ্গে ভোটের লড়াইয়ে জেতার মত সাংগঠনিক সামর্থ নেই জিয়া উদ্দিন বাবলুর। তবে এ আসনে মনোয়নের বিষয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের আগ্রহ আছে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে নিয়ে।
তবে এক্ষেত্রে প্রয়াত মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর এ সন্তানকে যদি কোতোয়ালী থেকে নির্বাচন করাতে হয় সেক্ষেত্রে জাপার বর্তমান এমপি বাবলুকে অন্য আসন ছেড়ে দিতে হবে। সেই ক্ষেত্রে অাওয়ামী লীগের বিকল্প ভাবনায় বাবলুর গ্রামের বাড়ি রাউজান আসন।
আবার সেখানেও আছে বিপত্তি! সেই আসনে টানা তিনবারের এমপি হিসেবে আছেন উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী। যিনি এবারো নিজ আসন থেকে মনোনয়ন পাচ্ছেন সেটা অনেকটাই নিশ্চিত।
তবে রাউজানে দলের একক নিয়ন্ত্রণ নিতে গিয়ে দলের একটি অংশের সঙ্গে বিরোধে জড়িয়েছেন রাউজানের প্রভাবশালী এ সাংসদ। তাঁর সঙ্গে চরম বিরোধ আছে রাউজান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন খান ও উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার মেয়র, হিন্দু সম্প্রদায়ের নেতা দেবাশীষ পালিতের। এছাড়া মনোনয়ন কেন্দ্রীক বিরোধ আছে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের সঙ্গে। দলের তিন গুরুত্বপূর্ণ এ নেতার সঙ্গে চরম বিরোধের কারণে কিছুটা বেকাদায় রাউজানের প্রভাবশালী এ নেতা।
এ তিন জন দলের শীর্ষ পর্যায়ে ফজলে করিমের একক নিয়ন্ত্রণের সব কিছু খোলামেলাভাবে জানিয়েছেন। তাদের চাওয়া মাহফুজুল হায়দার রোটন নমিনেশন না পেলেও যাতে ফজলে করিমও নমিনেশন বঞ্চিত হয়। তাদের কৌশলী চালে হাওয়া পাচ্ছে, জাপার জিয়াউদ্দিন বাবলুকে যদি ফজলে করিমের রাউজানে সেট করা যায় তাহলে কোতোয়ালী থেকে জয়ী হবার মত ক্লিন ইমেজের প্রার্থী সাবেক মেয়র পুত্র নওফেলকে নৌকার
প্রার্থী করতে আর বাধা থাকবে না। এ যুক্তিটাও সক্রিয় বিবেচনাধীন অাছে দলের শীর্ষ পর্যায়ে।
তাছাড়া ডা. শাহাদাতের সঙ্গে নির্বাচনে জয়ী হতে হলে নওফেলের মত ক্লিন ইমেজের প্রার্থীর পাশাপাশি সাংগঠনিক শক্তির বিকল্প দেখছে না দল। যেটা নওফেলের রয়েছে। নওফেল দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেও অধিকাংশ সময় ঢাকায় দায়িত্ব পালন করে থাকেন।
সেক্ষেত্র নগরের প্রাণ কেন্দ্রের গুরুত্বপূর্ণ এ আসনে নওফেলকে এমপি করে দলের নগর রাজনীতিতে ক্ষমতার ভারসাম্য করার জন্যও দলের কেন্দ্রীয় এ নেতাকে মনোনয়ন দিতে চান আওয়ামী লীগের হাইকমান্ড। কেননা, এ আসন থেকে এমপি হলেই রীতি অনুযায়ী মন্ত্রিত্ব পাবার সম্ভাবনা প্রবল। সে হিসেবে জাপার বাবলু বিকল্প হিসেবে রাউজান পেলেই কপাল খুলবে নওফেলের। অন্যদিকে ফজলে করিম বিরোধী পক্ষের চালে যদি মনোনয়ন বঞ্চিত হোন তাহলেই দুইয়ে দুইয়ে চার হবে! নওফেল কোতোয়ালীতে নির্বাচন করবেন আর বাবলু রাউজানে নির্বাচন করবেন।
তবে সেক্ষেত্রে ফজলে করিমকে কি টেকনোক্র্যেট কোটায় মন্ত্রীত্ব দেওয়ার অফার করতে পারে দলের হাইকমান্ড নাকি নিজ আসনেই বহাল থাকছেন সেটা দেখার বিষয় এখন। যা আগামী কয়েক দিনের মধ্যে পরিস্কার হবে।
এদিকে বারবার গণমাধ্যমে নিজের মনোনয়ন লাভের আশা প্রকাশ করে রাউজানের সাংসদ ফজলে করিম চৌধুরী গত দশ বছরে হাজার হাজার কোটি টাকার উন্নয়নের ফিরিস্তি তুলে ধরছেন।গোলাপী রাউজান, পরিবেশ বান্ধব রাউজান গড়ার এ কারিগর বারবারই বলেছেন, এলাকার জনগণ উন্নয়ন কাজের জন্যই শেখ হাসিনার প্রার্থী হিসেবে তাকেই চায়। সে হিসেবে এবারো প্রার্থী হবার বিষয়ে শতভাগ আশাবাদী ফজলে করিম।
তবে আওয়ামী লীগের মনোয়ন ফরম জমাদানের একেবারে শেষ দিকে এসে ফরম সংগ্রহ করেছিলেন ব্যারিস্টার নওফেল। আর জমাদানের সময় সাংবাদিকদের তিনি বলেছেন, দেরিতে হলেও দলের সিনিয়র নেতাদের পরামর্শে মনোয়ন ফরম নিয়ে জমা দিয়েছেন। কোতোয়ালী আসনে এবার নৌকা প্রতীক নিয়ে যে কেউ নির্বাচন করবেন বলে জানিয়েছিলেন তিনি। নিজের নাম উল্লেখ না করলেও বলেছেন, ‘এবার এই আসন থেকে নৌকার প্রার্থীই থাকবে, সে যেই হোক।’
তবে তাঁর অনুসারীরা বরাবরই বলে অাসছেন নওফেলকে প্রার্থী করতে হবে কোতোয়ালী অাসন থেকে। আর এ ক্ষেত্রে সভানেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত বলছেন নওফেল।
অন্যদিকে বর্তমান সাংসদ জাপার প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু গণমাধ্যমে বিভিন্ন সময় বলেছেন, চট্টগ্রামের কোতোয়ালী আসন থেকে এবারো নির্বাচন করবেন তিনি। নির্বাচন যেহেতু মহাজোটগতভাবে হবে তাই তাঁর প্রার্থীতাই কোনো সমস্যা নেই আসনে। তবে এরআগের দুই নির্বাচনে নিজ জন্মস্থান রাউজান থেকে নির্বাচন করতে চেয়েছিলেন বাবলু।