কুতুব উদ্দিন রাজুঃমুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ১৩ নং চান্দগাঁও শাখা এবং জি,এ,এম গ্রপের উদ্দ্যেগে ১৯ নভেম্ভর সোমবার বাদে এশা হইতে নগরীর সাবানঘাটাস্থ চত্বরে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষ্যে এশায়াত মাহফিল ও কাগতিয়া দরবারের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ,হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রাহ) স্মরণে আয়োজিত এ মোশায়ারা মাহফিল আলহাজ্ব শহীদুল করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ওলামা পরিষদের সম্মানিত সহ-এশায়াত সম্পাদক আল্লামা মুহাম্মদ ফোরকান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ওলামা পরিষদের সদস্য আল্লামা মুহাম্মদ শাহ্জাহান নোমান, ১৩ নং চান্দগাঁও শাখার সভাপতি মোঃ সেলিম, সাধারণ সম্পাদক মোঃ হাসান, ১২নং শাখার সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান ও ৬১ নং জেদ্দা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ শওকত ইমরান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন , মুসলিম বিশ্বের এ ক্রান্তি লগ্নে কাগতিয়ার গাউছুল আজম তরিক্বতই শান্তির বার্তা পৌঁছাতে পারে। কেননা গাউছুল আজম (রাহ)’র তরিক্বতে রয়েছে সিনা-ব-সিনা তাওয়াজ্জুহ্র মাধ্যমে নবীজি (সঃ)’র বাতেনী নূর প্রবেশ করে মানবাত্মাকে পরিশুদ্ধ ক্বলব তৈরি করে আল্লাহর জিকির চালু করতে পারে। এছাড়া ফয়েজে কোরআন, দৈনিক এগারোশত এগারো বার দরূদে মোস্তফা (সঃ) পাঠ, তাহাজ্জুদ আদায়, জিকরে জলী ইত্যাদি আদায়ের মাধ্যমে একজন মানুষ ইনসানে কামেলে পরিণত হয়। পরিশেষে কাগতিয়া দরবার শরীফের মহান মোর্শেদ হুজুর ক্বেবলা মাদ্দাজিল্লহুল আলীর হায়াতে খিজরীয়া, বিমার শেফা এবং দরবারের প্রতিষ্ঠাতা গাউছুল আজম (রাহ)’র ফুয়ুজাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।