৭১বাংলাদেশ প্রতিবেদকঃ আইনজিবী সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য এবং সাবেক পিপি এডভোকেট তারিক আহমেদের উপর বরবর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এক প্রতিবাদী মানববন্ধন করে চট্রগ্রাম জেলা আইনজিবী সমিতি।
রবিবার দুপুর ১২টার সময় চট্রগ্রাম জেলা জজ কোর্ট পুরাতন আদালত ভবনের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বারের সহ-সভাপতি ও বিজ্ঞ আইনজিবী এডভোকেট নুরুউদ্দিন আরিফের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাধারন সম্পাদক এডভোকেট নাইম উদ্দিন চৌধুরী।
এসময় আরো বক্তব্য রাখেন, এড:ফজল আমিন,এড:মহি উদ্দিন,এড:সারোয়ার সাগর, এড: দেলোয়ার হোসেন চৌধুরী,সাবেক সাধারন সম্পাদক এড: এনামুল হক এড: মাহবুবুল আলম সহ জেলা আইনজিবী সমিতির সদস্য ও অন্যান্য কর্মীবৃন্দরা।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় আইনজিবী সমিতির সদস্যরা দাবী জানান,সন্ত্রাসী অপরাধীদের পক্ষে যেন কোন আইনজিবী না দাড়ায় এবং তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবী জানান চট্রগ্রাম জেলা আইনজিবী সমিতি।
Discussion about this post