৭১ বাংলাদেশ ডেস্কঃআইটেম গানের হট নায়িকা ইলিয়েনা ,নায়িকা ইলিয়েনা কে অভিনয় ছাড়া ও আইটেম গানে কোমড় দুলাতে দেখা যায় । ২০১০ সালে কন্নড় ভাষার একটি সিনেমায় প্রথম আইটেম গানে নাচেন ইলিয়েনা। তবে দীর্ঘ বিরতির পর তেলেগু ভাষার ‘বিনয়া বিধেয়া রামা’ সিনেমার একটি আইটেম গানে পারফর্ম করবেন তিনি।
গানটিতে পারফর্মের জন্য মাত্র এক রাত শুটিং করতে হবে। আর সেই রাতের জন্য ইলিয়েনা পারিশ্রমিক চেয়েছেন ৬০ লাখ রুপি। মোটা অঙ্কের এ পারিশ্রমিক দিতে সিনেমাটির পরিচালক বোয়াপতি শ্রীনু সম্মতিও দিয়েছেন বলে ভারতীয় একটি সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে।
‘বিনয়া বিধেয়া রামা’ সিনেমায় অভিনয় করছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা রাম চরণ। ডিভিভি এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মাণাধীন এ সিনেমায় আরো অভিনয় করছেন-কিয়ারা আদভানি, বিবেক ওবেরয় প্রমুখ। আগামী বছর ১৫ জানুয়ারি সিনেমাটি মুক্তির কথা রয়েছে।