নাগরপুর (টাঙ্গাইল) ব্যুরোঃআসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের উদ্দ্যোগে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে বৃহস্পতিবার দিনব্যাপী দলীয় কার্যালয়ে এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আহসানুল ইসলাম টিটু।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়ামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ও সাবেক সাংসদ আলহাজ্ব মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রিয়াজ উদ্দিন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. কুদরত আলী, সহ-সভাপতি শেখ কামাল হোসেন, গোপাল চন্দ্র সাহা, মো. আনিসুর রহমান আনিস, সাবেক সা.সম্পাদক এডভোকেট মুলতান উদ্দিন।
অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সদস্য ও ইউ পি চেয়ারম্যান মো. শওকত হোসেন, দাউদুল ইসলাম দাউদ, মোস্তাফিজুর রহমান আসকর, আনোয়ার হোসেন, মোঃ হুমায়ুন কবীর, প্রমূখ।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কুদরত আলী উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, টাঙ্গাইল-৬ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আহসানুল ইসলাম টিটুকে বিজয়ী করতে নাগরপুর উপজেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। আমরা আমাদের মেধা, অভিঙ্গতা, সততা ও নিষ্ঠার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে দেশরতত্ন শেখ হাসিনাকে এই আসন টি উপহার দিব ইনশাল্লাহ্।