অন্তর আহম্মদ নওগাঁ প্রতিনিধিঃনওগাঁয় বাংলাদেশ আওয়ামীলীগের সরকার উন্নয়ন- যার প্রায় সকলই বাস্তবায়ন হয়েছিলো উত্তরবঙ্গের শ্রেষ্ট সন্তান নওগাঁর মানুষের প্রান- প্রয়াত জননেতা আব্দুল জলিলের হাত ধরে। (১) নওগাঁ সরকারী কলেজ কে বিশ্ববিদ্যালয় কলেজ হিসেবে রুপান্তর ও অনার্স মাস্টার সংযুক্ত করন ও অনার্স মাস্টার্স নতুন ভবন নির্মান।নওগাঁ বিশ্ববিদ্যালয় কলেজে আরও দুইটি নতুন ভবন। (২)নওগাঁ সদর হাসপাতালে আব্দুল জলিল ডায়ালাইসিস। (৩)সদর হাসপাতাল ১০০ শয্যা করন। (৪)নওগাঁ বাইপাস রোড (৫)কাজী নজরুল ইসলাম ছাত্রাবাস/ ছাত্রীবাস নির্মান। (৬)পলেটেকনিক্যাল কলেজ। (৭)ফয়েজ উদ্দিন মেমোরিয়াল কলেজ। (৮)নওগাঁ সদর থানার মোড় টি,টি,সি তথা টিচার ট্রেনিং সেন্টার। (৯)টেক্সটাইল ইন্জ্ঞিয়ারিং (১০)ছোট যুমনা সেতু (১১)তালতলী টু দুবলহাটি রোড। (১২)হাসায়গাড়ী রোড। (১৩)যুব উন্নয়ন প্রশিক্ষন কেন্দ্র। (১৪)আব্দুল জলিল শিশু পার্ক। (১৫)শহর রক্ষা বাধ। (১৬)নদী বাধায়। (১৭)বিডিয়ার ক্যাপ্ম ব্রিজ (১৮)পশ্চিম নওগাঁ বিদ্যালয় (১৯)গাজা গোলা সোসাইটি মার্কেট। (২০)নওগাঁর ব্রিজ মোড়ে মুক্তি যোদ্ধা ভার্স্কয্য। (২১)কেন্দ্রিয় শহিদ মিনার। (২২)নওগাঁ নতুন সদর জেলা জেল খানা। (২৩)পাইকারি ও খুচরা কাঁচা বাজার। (২৪)মাইক্তো ষ্ট্যান্ড। (২৫)নওগাঁ জেলা ষ্টেডিয়াম নতুন গ্যালারী, তারকাটার বেষ্টনি। ও ঢাকা বাস ষ্ট্যান্ড। এছাড়া ও নওগাঁবাসির জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেন্ত্রী শেখ হাসিনার উপহার নওগাঁর গনমানুষের নেতা আব্দুল জলিলের আধুনিক নওগাঁর স্বপ্ন নওগাঁ মেডিক্যাল কলেজ হাসপাতাল, প্রধান সড়ক প্রসস্ত করন ও পূর্ন নির্মান, ওয়ানওয়ে ডিভাইডারের কাজ চলোমান। তবে নওগাঁবাসির চাহিদা ও প্রয়াত জননেতা মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুল জলিলের স্বপ্ন ছিলো নওগাঁয় গ্যাস ও আন্তর্জাতিক মানের ষ্টেডিয়াম নির্মানের। যার জন্য তিনি জায়গাও নির্ধারন করেছিলেন। হয়তো তিনি বেঁচে থাকলে নওগাঁবাসি সেটা দৃশ্যমান দেখতে পেতেন। তবে নওগাঁর মানুষ মনে প্রানে বিশ্বাস করেন তাঁর ছেলে নিজাম উদ্দিন জলিল জন এর হাত ধরে নওগাঁর মানুষের সে আশা পূর্ন হবে ইনশা-আল্লাহ্।