“বন্ধু” মোছা:নওশিন আক্তার। ,বগুড়া। আমার একটি বন্ধু আছে , দুখের সময়ের সাথী । আমার যদি ভয় করে , সে জাগে সারা রাত্রি। সকল বিপদ সকল কষ্টে থাকে সে আমার পাশে । সাহায্য করতে সে ভয় পায়না , মরন যদিও আসে । হঠাৎ একদিন শুনলাম আমি , সে যে আর নেই। সে যে এক অন্য দুনিয়া, হারিয়েছে সেখানেই। তাকে বাঁচাতে চাই আমি , যেতে হবে সেই দেশে। সেখানে গিয়ে বলব কথা, খেলব এক সাথে। কবিতা লেখক ইসতেহাক , ছবি ফাইল ফটো