গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাবিবপুর এলাকা থেকে মজিরন বিবি (৭০) বছর বয়সী এক বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে ওই নারীর নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো: রফিকুল ইসলাম জানান, উপজেলার হাবিবপুর এলাকার একটি একতলা বাড়ি থেকে গলাকাটা অবস্থায় এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ওই বৃদ্ধা এক ছেলে ও তিন কন্যা সন্তানের জননী। ছেলে এ্যাভোকেট হওয়ায় পেশার জন্য ঢাকা থাকেন অন্যদিকে তার তিন মেয়েকে বিয়ে দিয়ে স্বামীর বাড়ি পাঠিয়ে দিয়েছেন। এ অবস্থায় ওই বৃদ্ধা নারী একাই ওই বাড়িতে বসবাস করে আসছিল। প্রতিদিনের মত গত শনিবার রাতেও ওই নারী তার নিজ ঘরে ঘুমিয়ে পরে। পরে রবিবার সকালে ওই বৃদ্ধা বেলা ৯টা বেজে গেলেও ঘুম থেকে না উঠায় তার বাসার একটি ভাড়াটিয়া তার ছোট ছেলেকে দিয়ে অনেক ডাকাডাকি করান। এরপরও ঘরের ভেতর থেকে কোন সাড়া শব্দ না পেয়ে ওই ভাড়াটিয়া তার ছেলেকে বাড়ির ছাদ গেষা একটি গাছ বেয়ে ছাদের উপরে উঠে সিড়ি দিয়ে নিচে গিয়ে বিষয়টি দেখতে বলে। ছেলেটি সিড়ি দিয়ে নিচে নামলে ওই নারীর গলাকাটা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার করে উঠে ।পরে স্থানীয়রা বিষয়টি দেখার পর থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, প্রাধমিক ভাবে ধারণা করা হচ্ছে, শনিবার দিবাগত রাতের কোন এক সময় দূর্বৃত্তরা ওই নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে গেছেন। নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে একটি রক্তাক্ত বটি দা উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘটনাটি ঘটার সঠিক কারন এখনো জানা যায়নি। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে বলেও জানান তিনি।