এস এম মনিরুজ্জামান,বাগেরহাটঃবাগেরহাট-০১ (ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী) আসনে বিএনপির মনোনিত প্রার্থী হিসেবে নমিনেশন পেলেন মেরিন ইঞ্জিনিয়ার এ্যাভোকেট মাসুদ রানা। বি এন পির দুুর্দিনের কাণ্ডারি বিপদের বন্ধু রাজপথের নায়ক মেরিন ইঞ্জিনিয়ারের সাথে নমিনেশন ফাইনাল হওয়ার পর মোবাইলে কয়েকটি কথা জিজ্ঞেস করা হয়েছিল যে, ফকিরহাট মোল্লাহাট চিতলমারী এই তিনটি থানা নিয়ে ওনার সামনের পরিকল্পনা কি? ফকিরহাট সম্পর্কে ভবিষ্যতের পরিকল্পনা হিসাবে বলেন, ভৈরব নদীর খনন, চিংড়ি মাছ বিদেশে রপ্তানি ,ফকিরহাট কে পৌরসভা করা, কাজি আজাহার আলি কলেজকে সরকারিকরণ । মোল্লাহাট ,চিতলমারীর কথা জিজ্ঞেস করলে উনি বলেন আমার বাড়ি মোল্লাহাট । আমার দল যদি ক্ষমতায় আসে আমাকে যদি জনগণ ভোট দিয়ে নির্বাবাচিত করে । মোল্লাহাট ,চিতলমারী কে ডিজিটাল মোল্লাহাট উপজেলা, ডিজিটাল চিতলমারী উপজেলা উপহার দেবো ইনশাল্লাহ। উনি আরো বলেন বাকি মনের যে কথাগুলো আছে জনসম্মূখে নিজের মুখ দিয়ে বলবেন।