অন্তর আহম্মেদ নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর খলিশাকুড়ি ( বিজিবি ) কাম্পের পুর্বপাশের ছাতিয়ান ফুড়ি গ্রামের তৃতীয় শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষনের চেষ্টা মামলায় পাশের গ্রামের নাদিম হোসেন রাঙ্গা (৩৬) কে গ্রেপ্তার করেছে নওগাঁ সদর থানা পুলিশ। মঙ্গলবার সকাল ৯টায় আসামীকে তার নিজ বাড়ির পাশের বাঁশের ঝাড় থেকে আটক করা হয়। খলিশাকুড়ি গ্রামের ঐ শিশুটির নাম রুপা (০৮ )। সে ঐ গ্রামের ফারুক হোসেনের দ্বিতীয় কন্যা। আসামী একই গ্রামের মোঃ আনোয়ার হোসেন বাবু ছেলে নাদিম হোসেন রাঙ্গার বিরুদ্ধে পুর্বে আরও তিনটি ধর্ষন চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় ভিক্টিম এর মা নাসিমা বেগম নওগাঁ সদর থানায় শিশু নির্যাতন দমন মামলায় একটি মামলা দায়ের করেন। নওগাঁ সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই জানান, রুপা নামে মেয়েটিকে ধর্ষনের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। আসামি আমাদের হেফাজতে আছে। নারী ও শিশু নির্যাতনের মামলায় তাকে কোর্টে পেরণ করা হয়েছে, ম্যাজিষ্টেট তার বিচার করবে।