টাঙ্গাইল ব্যুরোঃ টাঙ্গাইলের নাগরপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৮ পালিত হয়েছে। বুধবার ১২ ডিসেম্বর সকালে এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্টিত হয়।উপজেলা নিবার্হী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলামের নেতৃত্বে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালিটি সদরের গুরুত্ব পূর্ন সড়ক প্রদক্ষিন করে। এসময়ে বর্ণাঢ্য র্যালিতে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) সাবরিন চৌধরী, যুব উন্নয়ন কর্মকর্তা মাহাবুবুর আলম,মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান, উপজেলা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদের আহবায়ক ও সাবেক কমান্ডার আলহাজ্ব মো. সুজায়েত হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো.মনিরুজ্জামানসহ উপ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীরা চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় অংশ নেয়।
Discussion about this post