মোঃ সোহান বোড়াঃনড়াইলে নৌকা প্রতীকের প্রচারণার লক্ষে একটি নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন হয়েছে। আর এ কার্যালয়টি স্থাপিত হয়েছে নড়াইলের বনগ্রাম বাজারে। মঙ্গলবার (১১ ডিসেম্বর) বিকালে নড়াইল-১ আসনে আওয়ামীলীগ কর্তৃক মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ কবিরুল হক মুক্তির নির্দেশে এ কার্যালয়ের উদ্বোধন করেন বনগ্রামের ঐতিহ্যবাহী মোল্যা বংশের সদস্যরা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ১২নং চাঁচুড়ি ইউপি চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম হিরক, সাবেক নড়াইল জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ ও সম্পাদক ও বর্তমান নড়াইল সদর উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য মুকুল মোল্যা, আওয়ামীলীগ কর্মী জুয়েল মোল্যা, রফিক মোল্যা, খায়রুল মোল্যা, আব্বাস মুন্সি, মোকিম মুন্সী, আওয়ামীলীগের সকল সমর্থকবৃন্দ। এ সময় অতিথিরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষে সকলকে একযোগে কাজ করার উদাত্ত আহ্বান জানান। তাঁরা আরও বলেন, আওয়ামীলীগের ঘাঁটি হিসেবে পরিচিতি নড়াইল-১ আসনে সবাই ঐক্যবদ্ধ থাকলে বিজয় সুনিশ্চিত। সকল দ্বন্দ-সংঘাত পরিহার করে এখন থেকেই সকলকে নৌকা প্রতীকের জন্য কাজ করে যেতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা ও নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য সকল মান-অভিমান ভুলে গিয়ে আসন্ন সংসদ নির্বাচনে নৌকার বিজয়ের জন্য দলীয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
Discussion about this post