এস এম মনিরুজ্জামান,বাগেরহাটঃখুলনা জেলার ফুলতলা উপজেলার ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলার ঘটনায় জেলা জামায়াতের আমির ইমরান হোসেনসহ তিনজনকে আটক
করেছে পুলিশ।
১৪ ডিসেম্বর রাত ১০টার দিকে তাদের আটক করা হয়। জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ আটকের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রাত ৮টা ১৫ মিনিটে আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলা হলেও এতে কেউ হতাহত হয়নি।
ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটু জানায়,
বেজেরডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলা
হয়েছে। নিক্ষিপ্ত বোমাটি অফিসের
পূর্ব পাশের দেয়ালে লেগে বিস্ফোরিত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনার সময় তিনি এবং দলের নেতাকর্মীরা বেজেরডাঙ্গা
রেলস্টেশন এলাকায় নির্বাচনী কাজে ছিলেন।