এস এম মনিরুজ্জামান,বাগেরহাটঃবাগেরহাটের ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ৪২টি ভোট কেন্দ্রে কমিটির আহবায়ক সদস্য সচিব ও ইউপি চেয়ারম্যানদের সাথে কেন্দ্র পরিচালনা সংক্রান্ত বিষয়ে একান্ত মতবিনিময় সভা ও আলোচনা অনুষ্ঠান শনিবার সকাল সাড়ে ১১টায় শহীদ স্মৃতি ডিগ্রী মহাবিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় কেন্দ্র পরিচালনা সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন, উপজেলা আ.লীগের সভাপতি স্বপন দাশ, সাধারন সম্পাদক শিরিনা আক্তার ও সহ-সভাপতি মোঃ মুস্তাইদ সুজা। এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, জেলা পরিষদ সদস্য আবুল কালাম আজাদ, আব্দুর রাজ্জাক, উপজেলা আ.লীগের সহ-সভাপতি সুবির মিত্র, মোঃ খলিলুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সৈয়দ আলতাপ হোসেন টিপু, বেতাগা ইউনিয়ন আ.লীগের সাঃ সঃ মোঃ ইউনুস আলী শেখ, লখপুর ইউনিয়ন আ.লীগের সাঃ সঃ এমডি সেলিম রেজা, পিলজংগ ইউনিয়ন আ.লীগের সাঃ সঃ মোঃ জাকির হোসেন টুটুল, ফকিরহাট সদর ইউনিয়ন আ.লীগের সভাপতি সমরেশ রায় চৌধুরী, বাহিরদিয়া-মানসা ইউনিয়ন আ.লীগের সভাপতি রেজাউল করিম ফকির, মুলঘর ইউনিয়ন আ.লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অবুবক্কার আবু, নলধা-মৌভোগ ইউনিয়ন আ.লীগের সাঃ সঃ জাহাংগীর হোসেন ও শুভদিয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি ফারুকুল ইসলাম ওমর।