বোয়ালখালী প্রতিনিধিঃ বর্তমানে দেশের জনসংখ্যার অর্ধেকই নারী। এই নারীদের পেছনে রেখে দেশের সামগ্রিক উন্নয়ন কখনো সম্ভব নয়। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে পুরুষের পাশাপাশি নারীদের ও ভূমিকা রাখতে হবে। বোয়ালখালীতে চট্টগ্রাম-৮ সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাংসদ মঈন উদ্দিন খান বাদলের স্ত্রী সেলিনা খান বাদল নৌকা প্রতীকের গণসংযোগকালে সমবেত নারীদের উদ্দ্যেশে উপরোক্ত বক্তব্য রাখেন। ১৮ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলার সারোয়াতলীতে গণসংযোগ করেন তিনি। এ সময় তিনি বলেন, গত দশ বছরে সরকার নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক কাজ করেছে। নারীর ক্ষমতায়নে নৌকার বিজয়ের বিকল্প নেই উলেখ করে তিনি বলেন, আগামী ৩০ ডিসেম্বর নৌকা প্রতীকে ভোট দিয়ে নারীদের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখার সূবর্ণ সময়। এ সময় তাঁর সাথে ছিলেন বোয়ালখালী প্রেসক্লাবের সহ সভাপতি এডভোকেট সেলিম চৌধুরী, মানবাধিকার কর্মী সাজু বেগম, পারভীন আকতার, হোসনে আরা ও মনোয়ারাসহ শতাধিক মহিলা উপস্থিত ছিলেন উক্ত গণসংযোগকালে ।