এস এম মনিরুজ্জামান,বাগেরহাটঃবাগেরহাট জেলার সদর থানার বারুইপাড়া ইউনিয়নের বাগেরহাট- ২ আসনের আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আগুনে নির্বাচনী কার্যালয়ের বেড়া, পোষ্টার, প্যানা ও বেশকিছু প্লাস্টিকের চেয়ার পুড়ে গেছে। পুলিশ এই ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে।
বুধবার গভীর রাতে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের সোতাল গ্রামের ওই নির্বাচনী কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা।
বৃহষ্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আওয়ামী লীগ আগুনের ঘটনায় বিএনপি জামায়াতকে দায়ি করছেন। আটককৃতরা সবাই বিএনপির সমর্থক। তবে তাদের পরিচয় এখনো প্রকাশ করেনি পুলিশ। তবে বিএনপি আওয়ামী লীগের করা অভিযোগ অস্বীকার করেছে।
বৃহষ্পতিবার দুপুরে বাগেরহাট মডেল থানায় বারুইপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কমলেশ ভট্টাচার্য্য বাদী হয়ে জামায়াত বিএনপির ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩০ জনের বিরুদ্ধে একটি মামলা করেছেন।
পুলিশ অভিযান চালিয়ে আগুন দেয়ার ঘটনায় জড়িত থাকার সন্দেহে ওই গ্রাম থেকে তিনজনকে আটক করেছে।