এস এম মনিরুজ্জামান,বাগেরহাট:বাগেরহাট জেলার সদর উপজেলার খানপুরে নির্বাচনী জনসভা করেছেন বাগেরহাট আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শেখ তন্ময়।
খানপুর ইউনিয়ন আ,লীগের আয়োজনে খানপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ জনসভায় বক্তব্য দেন, সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা, গোপালগঞ্জ ২ আসনের সংসদ সদস্য শেখ সেলিমের পুত্র ব্যারিষ্টার শেখ ফজলে নাইম, বাংলাদেশ আওয়ামী যুব লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু, ফকিরহাট উপজেলা আওয়ামী লীগৈর সভাপতি স্বপন দাশ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম এ মতিন, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক লিটন শিকদার, চিত্র নায়ক রিয়াজ, ফেরদৌস, আ,লীগ নেতা ফিরোজুল ইসলাম, যুবনেতা ফকির মনিরুজ্জামান আলফাজ উদ্দিন প্রমূখ ।
জনসভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ তন্ময় বলেন, আমাকে আপনাদের সাথে কাজ করার সুযোগ দিন। আপনারা আমাকে আপনাদের সন্তান হিসাবে গ্রহন করে নৌকা মার্কায় আমাকে ভোট দিয়ে জন নেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করুন ।