টাঙ্গাইল ব্যুরোঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী আহসানুল ইসলাম টিটুকে বিজয়ী করার লক্ষে কানাডা প্রবাসী আলহাজ্ব মীর কায়কোবাদ বাবুল লিফলেট বিতরণ করেছেন।
গয়হাটা বেগম খোদেজা দাখিল মাদ্রাসা, মীর জেরিন জিনান এতিমখানা, জাবির ওয়াল আজগর হাফিজিয়া মাদ্রাসা ও ১৪৪ নং মুনিরিয়া যুব তবলিগ কমিটি, গয়হাটা শাখার প্রতিষ্ঠাতা কানাডা প্রবাসী আলহাজ্ব মীর কায়কোবাদ বাবুল এ লিফলেট বিতরণ করেন।শুক্রবার সকালে গয়হাটা বেগম খোদেজা দাখিল মাদ্রাসা প্রাঙ্গনসহ নাগরপুর উপজেলার বিভিন্ন স্থানে এ লিফলেট বিতরণ করেন।
এসময়ে তার সঙ্গী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. মোকাদ্দস আলী, কায়কোবাদ বাবুলের সহধর্মীনি আফরোজা মীর মেরী, গয়হাটা বেগম খোদেজা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. ইব্রাহিম খান, সহ-সপুার মো. আব্দুস সামাদ আজাদী সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ ।
লিফলেট বিতরণকালে কায়কোবাদ বাবুল উপস্থিত সকলের উদ্যেশে বলেন, আওয়ামী লীগ সরকারের ১০ বছরের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনারা বাংলা গড়ার লক্ষে সকলে ঐকবদ্ধ হয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে টিটুকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহবান জানান ।