৭১ বাংলাদেশ ডেস্কঃ সেনা বাহিনী নিরপেক্ষ থাকলে সরকারি দলের খবর থাকবে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। সোমবার (২৪ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ ‘জাতীয় সংসদ নির্বাচন ও পেশাজীবীদের করণীয়’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে।
মাহমুদুর রহমান মান্না বলেন, সেনা বাহিনী মাঠে নেমেছে। আশা করছি তারা নিরপেক্ষ থাকবে। আর তারা যদি নিরপেক্ষ থাকে তাহলে সরকারি দলের খবর থাকবে না।
তিনি বলেন, আমাদের এই লড়াইয়ে জিততে হবে। আমাদের পরাজিত হওয়ার সুযোগ নেই। আমি দৃঢ়তার সাথে বলতে চাই, এই লড়াইয়ে আমরা জিতবো। যদি আমরা সবাই দৃঢ় থাকতে পারি।
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি শওকত মাহমুদের সভাপতিত্বে সদস্য সচিব এজেডএম জাহিদ হোসেনের সঞ্চালনায় সভায় জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড.কামাল হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান,ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, ঐক্যফ্রন্ট নেতা সুব্রত চৌধুরী, মোস্তফা মহসিন মন্টু, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, এম আব্দুল্লাহ, কাদের গনি চৌধুরীসহ প্রমুখ উপস্থিত ছিলেন।ছবি ফাইল ফটো