এস এম মনিরুজ্জামান:বাগেরহাট জেলার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসনে শেখ হেলাল উদ্দিন নৌকা প্রতিকে ২,৫২,৯০২ ভোট পেয়ে বেসরকারি ফলাফল হিসাবে জিতে আছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানেরশীষ প্রতিকে পেয়েছে ১১,৪৬২ ভোট,হাতপাখা পেয়েছে ৩২৫০ ভোট,হারিকেন পেয়েছে ১৮৫ ভোট।এর মধ্যে ফকিরহাট উপজেলায় নৌকা পেয়েছে, ৮০,৫৭০ভোট,ধানেরশীষ পেয়েছে, ১০৪২৭ ভোট,হাতপাখা পেয়েছে ২৩৬২ ভোট,হারিকেন পেয়েছে ১০১ ভোট।মোল্লাহাট উপজেলায় নৌকায় পেয়েছে ৮২,১৬১ ভোট, ধানেরশীষ পেয়েছেন ৬০৩ ভোট,হাতপাখা পেয়েছে ৩৭৭ ভোট, হারিকেন পেয়েছে ৫১ ভোট।চিতলমারী উপজেলায় নৌকায় পেয়েছে ৯০,১৭১ ভোট, ধানেরশীষ পেয়েছে ৪৩২ ভোট,হাতপাখা পেয়েছে ৫১১ ভোট, হারিকেন পেয়েছে ৩৩ ভোট।ছবি ফাইল ফটো