অভিযান চালিয়ে আট হাজার পিস ইয়াবাসহ মো. তৈয়ব (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (১৩ মার্চ) রাতে নগরীর পাহাড়তলী থানার অলংকার মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তৈয়ব আনোয়ারা উপজেলার বারশতের গোবাদিয়া গ্রামের হাকিম শরিফের ছেলে।
নগর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অলংকার মোড়ের পোর্ট কানেকটিং রোড এলাকায় অভিযান চালানো হয়েছে। নগর গোয়েন্দা পুলিশের এসআই মো. আবুল ফজল সাঈদ তালুকদারের নেতৃত্বে অভিযানে তৈয়ব নামে এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে পাহাড়তলি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতার তৈয়ব আনোয়ারা থেকে কম দামে ইয়াবাগুলো কিনে নগরে বেশি দামে বিক্রি করতে এসেছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলেও জানান তিনি।,,