টাঙ্গাইল ব্যুরোঃটাঙ্গাইলের নাগরপুরে নবনির্বাচিত এমপি জনাব আহসানুল ইসলাম টিটুর সাথে এক মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার বিকেল ৩:৩০ মিঃ উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মাহবুবুল আলমের সঞ্চালনায় উক্ত মতবিনমিয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসন থেকে নবনির্বাচিত এমপি জনাব আহসানুল ইসলাম টিটু । এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা, নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলম চাঁদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেগম শাহীন, মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, কৃষি বিষয়ক কর্মকর্তা বিএম রাশেদুল আলম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন, দৈনিক ৭১ বাংলাদেশ পত্রিকার সাংবাদিক ও বিভিন্ন পত্রিকার সাংবাদিক সহ টিভি মিডিয়ার সাংবাদিকবৃন্দ । সভায় নবনির্বাচিত এমপি উপজেলা প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য সহ প্রশাসনিক সকল কর্মকর্তাদের ধন্যবাদ ঞ্জাপক করেন।