সময় কবিতা- লেখক মনোহর ব্যানার্জী (গোসই)ঃঅলসতায় ছাত্র গন কাটাইওনা বেলা ,সময়ের প্রতি কভূ করিওনা হেলা। দিনের পড়া দিনে করিবে অধ্যয়ন। তবেই হইবে তোমার উন্নত জীবন। অলসতার পরিমান অতি ভয়া-বহ। ইহা রোধ করিতে পারিবেনা কেহ। আজি যে সময় গত হইল তোমার আসিবেনা পুনঃ তাহা আসিবেনা আর। শিক্ষাহীন মানুষ যেমন পশুসমান। আত্মীয় সমাজে সে পায়না সম্মান। পোষাহীন বিড়াল কুকুর যেমন ঘৃনার যে পাত্র। শিক্ষাহীন মানুস তেমন শোন যে ছাত্র। ভোগে নয় ত্যাগেই হয় যেমন মহাপুরুষ তুমিও তেমন হবে শপথ কর তুমিও যে মানুষ। পড়াশুনায় অবহেলা করেছে যারা। শুধুই হায় হুতাশ এখন করে যে তারা। ভাগ্যে জুটেছে তাদের শুধু হায় হায়। দঃখ দৈন্যের বোঝা নিয়ে তারা ঘুরিয়া বেড়ায়। তাই বলি বৃথা কাল করিওনা অপচয়। আপনে বিদ্যার্জন কর থাকিতে সময়। ইতিহাসে মহাজনের জীবনী দেখ। দঃখ কষ্ঠ ছাড়া বড় হয়নি কেহ। তুমিও তাদের মত দৃঢ় কর পন। তবেই থাকবে সুখে নিয়ে পরিজন।(কবিতা)
Discussion about this post