কুতুব উদ্দিন:রাউজানের পশ্চিম রাউজান মিড পয়েন্ট রিসোর্টে সম্প্রীতি মেলা ও প্রীতভোজ অনুষ্টানে জ্ঞানী গুনি ব্যক্তিদের পদচারনায় মুখরিত । রাউজানের পশ্চিম রাউজান মিড পয়েন্ট রিসোর্টে সম্প্রীতি মেলা ও প্রীতভোজ অনুষ্টানের আয়োজন করা হয় । রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের পশ্চিম রাউজান মিড পয়েন্ট রির্সোটে ১৮ জানুয়ারী শুক্রবার সকাল থেকে বনাঢ্য সম্প্রীতি মেলা ও প্রীতভোজে অনুষ্টানে রাউজানের শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক শিক্ষিকা, মসজিদের খতিব, মোয়াজ্জেন রাউজান উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতা উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, রাউজান থানার ওসি সহ পুলিশ সদস্যরা উপস্থিত হয় । অনুষ্টানে উপস্থিত সকলকে দুপুরের ভোজন করানো হয় । অনুষ্টানে সার্বিক তত্ববধানে দায়িত্ব পালন করে সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী, রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার বাবুল রাউজান পৌরসভার প্যলেন মেয়র জমিরউদ্দিন পারভেজ, ব্যবসায়ী কামাল উদ্দিন । অনুষ্টানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংসদ আশিকুর রহমান, সাংসদ নিজাম উদ্দিন হাজারী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাসির উদ্দিন, চট্টগ্রাম ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হাবিবুর রহমান, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম, এ সালাম, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, দৈনিক পুর্বকোণের সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম ক্রীড়া সংস্থার কর্মকর্তা আ,ন, ম ওয়াহিদ দুলাল, সাংসদ আশিকুর রহমানের সহধর্মীনি প্রখ্যাত শিল্পি রেহেনা আশিক । অনুষ্টানে উপস্থিত সকল শ্রেণী পেশার মানুষকে দুপুরের ভোজন করানো হয় । অনুষ্টানে প্রখ্যাত শিল্পি রেহেনা আশিক, প্রতিক, রাউজানের পশ্চিম গহিরা এলাকার শিল্পি নাগসেন বড়–য়া সহ চট্টগ্রামের শিল্পিরা গান পরিবেশন করে উপস্থিত সকলকে আনন্দের জোয়ারে ভাসিয়ে দেয় । অনুষ্টানে ফুটবল খেলা সহ বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয় । অনুষ্টানের অতিথি সাংসদ আশিকুর রহমান তার বক্তব্যে বলেন রাউজান এক সময়ে সন্ত্রাসের জনপদ হিসাবে পরিচিত ছিল । বর্তমানে রাউজান শান্তির জনপদ রাউজানে পরিণত হয়েছে । রাউজানের এই মিলন মেলায় এসে রাউজানবাসীর সাথে মিলিত হয়ে নিজেই আনন্দে মেতে উঠলাম । অনুষ্টানের আয়োজনকারী সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী বলেন, রাউজান বাসীকে নিয়ে একটি দিন আনন্দে অতিবাহিত করে নিজেই আনন্দ উৎসাহের সাথে শরীক হলাম । মিলন মেলায় আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার শামীম হোসেন রেজা, উপজেলা সহকারী কমিশনার ভুমি জেনায়েদ কবির সোহাগ, রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন আহম্মদ, এবি এম ফজলে রাব্বি চৌধুরী, এবি এম ফজলে শহীদ চৌধুরী, তরুন আওয়ামী লীগ নেতা ফারাজ করিম চৌধুরী সহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাউজান উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগের নেতা ও কর্মীরা।
Discussion about this post