অন্তর আহম্মেদ, নওগাঁ প্রতিনিধিঃ আওয়ামী লীগ সরকারের বাংলাদেশ তাঁতী লীগ নওগাঁ সদর উপজেলা ইউনিয়ন কমিটি গঠিত,কমিটিতে মোঃ শামীম কে আহবায়ক করে ৩১সদস্য নিয়ে কমিটি গঠিত করা হয় এ সময় উপস্থিত ছিলেন মোঃরায়হান মন্ডল যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ তাঁতী লীগ নওগাঁ জেলা শাখা উপস্থিত ছিলেন মোঃ লিয়াকত আলি লিটন নওগাঁ জেলা তাঁতী লীগের সদস্য উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা তাতীঁ লীগের আহবায়ক অন্তর আহম্মেদ উপস্থিত ছিলেন মোছাঃ উম্মে মুন যুগ্ম আহ্বায়ক নওগাঁ সদর উপজেলা শাখা। আরও উপস্থিত ছিলেন নওগাঁ পৌর শাখার আহবায় স্বপন। কমিটি গঠিত শেষে শামীম তার বক্তব্যতে বলে অন্তর ভাইয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের কে মূল্যায়ন করায়, আমাকে ও আমাদের সকল সহকর্মীকে,এলাকার সাধারণ মানুষের সেবায় যেন সর্বক্ষন নিয়োজিত থাকতে পারি এজন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন। আ্মরা সকলেই যেন সারা জীবন মানুষ এর জন্য কাজ করে যেতে পারি।