মোঃ হযরত বেল্লালঃগাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার জরমনদী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিদ্যালয়ের হলরুমে ২০১৯ সালের এসএসসি পরীক্ষার্থীদের মঙ্গল কামনায় দোয়া মাহ্ফিল বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার রায়, বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সুন্দরগঞ্জ প্রেস ক্লাব সাধারণ সম্পাদক এ মান্নান আকন্দ, বিদ্যালয়ের সভাপতি স্বপন কান্ত সরকার, সহকারি শিক্ষক ইমদাদুল হক, শহিদুল ইসলাম সরকার, খন্দকার মোঃ আহসান হাবীব, আশেক আলী, মোস্তাফিজার রহমান, বিতিকা রানী রায়, লিলি বেগম প্রমূখ। পরে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়। এর আগে এসএসসি পরীক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ও প্রবেশপত্র তুলে দেওয়া হয় ।
Discussion about this post