মহিনুল ইসলাম সুজনঃ নীলফামারীতে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সোহেল রানা(২০) নামে এক যুবককে গ্রেফতার করে বুধবার(৩০শে জানুয়ারী) বিকেলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়য়েছে পুলিশ।
এর আগে মঙ্গলবার (২৯জানুয়ারী) রাতে জেলা শহরের বারইপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত সোহেল একই এলাকার শামীম হোসেনের ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, শহরের বারইপাড়া মহল্লার বাসিন্দা ও গাছবাড়ি এলাকার শহীদ জিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে মঙ্গলবার বিকেলে চকলেটের প্রলোভন দেখিয়ে গমক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে সোহেল।
এ ঘটনায় রাতেই মেয়েটির মা বাদী হয়ে নীলফামারী থানায় মামলা নং-২৮ দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সদর থানার ওসি মোমিনুল ইসলাম জানান, বুধবার ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে আধুনিক সদর হাসপাতালে।