মহিনুল ইসলাম সুজনঃবাংলাদেশ পুলিশে মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক ‘প্রেসিডেন্ট পুলিশ মেডেল’(পিপিএম-সেবা)এ ভুষিত হয়েছেন নীলফামারী পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন।
জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ ভালো কাজের স্বীকৃতি স্বরুপ রাষ্ট্রীয় এ পদকে ভুষিত হয়েছেন তিনি।
পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন জানান, আগামী ৪ঠা ফেব্রুয়ারী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক ভাবে পদক প্রদান করবেন।
তিনি জানান,এর আগেও নীলফামারীতে কর্মরত পুলিশ সুপারদের মধ্যে একজন এই পদকে ভুষিত হয়েছিলেন।দ্বিতীয় বারের মতো আমি এই পদকে ভুষিত হচ্ছি যা নীলফামারীর জন্য গৌরবের বিষয়।
পুলিশ সুপারের কার্যালয় সুত্র জানায়,গত বছরের ৩রা মার্চ নীলফামারীতে পুলিশ সুপার হিসেবে যোগদান করেন মুহাম্মদ আশরাফ হোসেন।
জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তার এই অর্জনে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গনমাধ্যমকর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
Discussion about this post