মহিনুল ইসলাম সুজন,নীলফামারী:শিশু শ্রেনীর এক ছাত্রী ধর্ষনের শিকার হয়েছে। শনিবার(২রা ফেব্রুয়ারী) বেলা দুপুরের দিকে নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের ঘনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসীর সহযোগীতায় অভিভাবকরা ওই শিশুকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে এলেও পরে শিশুটিকে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
অভিযোগে জানা যায়, ঘটনার সময় শিশুটির বাবা ও মা কৃিষ জমিতে কাজ করছিল। শিশুটি ছিল বাড়িতে একা। এই সুয়োগে একই গ্রামের কাল্টু মামুদ ওই বাড়িতে এসে জোড়পূর্বক শিশুকে ধর্ষন করে পালিয়ে যায়। পানি খাবার জন্য আলু ক্ষেত হতে শিশুটির মা বাড়িতে এসে দেখে রক্তাত্ব অবস্থায় তার সন্তান মাটিতে লুটিয়ে পড়ে কান্নাকাটি করছে।
কিশোরীগঞ্জ হাসপাতালের জরুরী বিভাগের ডাঃ বিপাশা রায় বলেন, প্রাথমিকভাবে ধর্ষনের আলামত পাওয়া যাওয়ায় শিশুটিকে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
কিশোরগঞ্জ থানার ওসি (তদন্ত) মফিজুল হক বলেন, শিশুটিকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। সেই সঙ্গে ধর্ষককে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।