অন্তর আহম্মেদ প্রতিনিধিঃ “গ্রন্থাগারে বই পড়ি, আলোকিত মানুষ গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে নওগাঁয় জাতীয় গ্রন্থাগার দিবস ২০১৯ পালিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে এর উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর রহমান। মঙ্গলবার সকালে সার্কিট হাউজ থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা গ্রন্থাগারে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশসাক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট গোলাম মোঃ শাহনেওয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি কামরুজ্জামান, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, জেলা গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান এস এম আশিফ এবং পাঠক ফোরামের সদস্য প্রদীপ কুমার প্রমুখ বক্তব্য রাখেন। এসময় জেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন শিক্ষ প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা, গণ-গ্রন্থাগারের পাঠক ফোরামের সদস্যবৃন্দরা র্যালীতে অংশ গ্রহন করেন।
Discussion about this post